Categories: জাতীয়

কিডনি গ্রামের নাম শুনেছেন ? কেমন আছেন ওখানকার মানুষ জানেন ? চলুন ঘুরে আসি এই কিডনি গ্রাম থেকে

কিডনি গ্রামের নাম শুনেছেন ? কেমন আছেন ওখানকার মানুষ জানেন ? চলুন ঘুরে আসি এই কিডনি গ্রাম থেকে উত্তর দিনাজপুরে অবস্থিত বাজে বিন্দল একসময় এই গ্রাম গোটা দেশের মানুষকে স্তম্ভিত করে দিয়েছিল। টাকার লোভে এই গ্রামের বহু মানুষ স্বেচ্ছায নিজের কিডনি বিক্রি করে দিত।এই গ্রামে বেশীরভাগ মানুষের শরীরেই রয়েছে একটি মাত্র কিডনি।গ্রামে দুটো কিডনি আছে এমন মানুষ নেই বললেই চলে।অভাবের তাড়নায় বহু মানুষ এখানকার দালালদের ফাঁদে পা রেখে নিজেদের একটি কিডনি হারিয়ে ফেলেছেন।

উত্তর দিনাজপুর জেলার এই গ্রামের নাম বিন্দোল হলেও ‘কিডনি গ্রাম ’ নামেই এক সময় পরিচিত হয়ে উঠেছিল। বিন্দোল , জালিপাড়া, বালিয়া এমন বহু গ্রাম রয়েছে যেখানে দুটি কিডনি আছে এরকম পুরুষ পাওয়াই দুষ্কর। টাকার টোপ দেখিয়ে দালালরা এই গ্রামের বহু মানুষের জীবন শেষ করে দিয়েছে । এই কিডনির কারবার চালাতো এক বিশাল দালাল চক্র ।এই সব দালালরা গ্রামের দিনমজুর, খেটে খাওয়া মানুষকে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের ভিন রাজ্যে নিয়ে গিয়ে মগজ ধোলাই করে কিছু টাকার বিনিময়ে কেটে নিত শরীরের একটি কিডনি। ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে গিয়েছিল গোটা দেশে । পরে প্রশাসন তৎপর হয়ে কিডনি পাচার চক্রকে দমিয়ে রাখার চেষ্টা করে। ব্যবসা বন্ধ করতে পারেনি। সেই গ্রামে মানুষকে সচেতন করে কিডনি কারবার বন্ধ করতে ময়দানে নামেন ১৮ জন মহিলা । যাঁদের কাজ দেখে যুক্ত হন আরও অনেকে ।

সব মিলিয়ে এখন কাজ করছেন ৭০ জন মহিলা । সকলের অক্লান্ত পরিশ্রমে কিডনির কারবার প্রায় বন্ধ । অবশ্য কিছু কিছু চলে তবে সেটা চোরাগোপ্তা ভাবে। ৭০ জন মহিলার সংগঠন রায়গঞ্জের শ্রীপুর মহিলা ও খাদি উন্নয়ন সমিতির শপথ , চোরাগোপ্তা বিক্রিও বন্ধ করে দেবেন । সংগঠনের সম্পাদিকা জবা ভট্টাচার্য জানান, ‘এই গ্রামের মানুষ জনমজুর। কাজের খোঁজে বাইরে যেতে বাধ্য হন। তাঁদের প্রয়োজন বেঁচে থাকার জন্য আর্থিক সংস্থান । আমরা তাই সরকারি বিভিন্ন প্রকল্পে গ্রামের মানুষের রোজগারের পথ তৈরি করি। এতেই অনেকটা সাফল্য পেয়েছি । আশা করছি বাকিটাও পারব।’ ইতিমধ্যে কাজ হয়েছে — নারীর অধিকার রক্ষা , শিশুর অধিকার রক্ষা এবং তাঁদের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে গঠনমূলক কাজ করা।

এসব করে সাড়া ফেলে দিয়েছে রায়গঞ্জের শ্রীপুর মহিলা ও খাদি উন্নয়ন সমিতি । শুধু বিন্দোল নয়, প্রায় ৩ দশক ধরে রায়গঞ্জ , কালিয়াগঞ্জ , ইটাহার এবং করণদিঘির প্রত্যন্ত গ্রামগুলিতে এই সংস্থা কাজ করে চলেছে। সেই কাজ দেখে ২০১৫ সালে সন্তোষ প্রকাশ করেন রাজ্যের তৎকালীন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা রায়গঞ্জের বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিন্দোলে একটি অনুষ্ঠানে এসে। এই বিন্দোল সীমান্ত এলাকার বাজবিন্দোল , জালিপাড়া, বালিয়াদিঘি, অন্তরা , বিসরাইল, কৈলাডাঙি–সহ ১০টি গ্রামসংসদ জুড়ে বহুমুখীকাজ করছেন তাঁরা। উত্তর দিনাজপুর জেলার অন্যতম মুখ্য সমস্যা নারীপাচার। নারীপাচার রুখতেও অগ্রণী ভূমিকা রয়েছে শ্রীপুর মহিলা সমিতির। এখনও পর্যন্ত ৫২ মহিলাকে পাচারের হাত থেকে রক্ষা করতে পেরেছেন তাঁরা। যা মোটেও ছেলেখেলা কথা নয়। পাশাপাশি কাজ করে চলেছেন শিশুর অধিকার রক্ষায় ।

বাল্যবিবাহ রোধ , স্কুলছুট রুখতে সমিতি বিন্দোলে চালু করেছে শিক্ষা সরবরাহ কেন্দ্র এবং চাইল্ড ক্লাব । রয়েছে জীবিকামুখী শিক্ষার ব্যবস্থাও । জানালেন শ্রীপুর মহিলা সমিতির সম্পাদিকা জবা ভট্টাচার্য এবং তাঁর সহযোগী তমা গোস্বামী । চাইল্ড ক্লাব গড়ে ছোটদের মধ্যেও চেতনা জাগ্রত করার কাজ চলছে। চাইল্ড ক্লাবের কিছুটা দূরে বিন্দোলে রয়েছে সহায়ক শিক্ষাকেন্দ্র । সেখানে চলে ফ্রি কোচিং ক্লাস ছাড়াও সমাজসচেতনতামূলক শিক্ষা । মহিলাদের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে সরকারি প্রকল্পগুলির সঙ্গে যুক্ত করা যায় তা নিয়েও সচেতন করা হয় নারীদের ।

admin

Share
Published by
admin

Recent Posts

তাৎক্ষণিক আবহাওয়ার পূর্বাভাস

পশ্চিম বাংলার একাধিক জেলায় ঝড়-বৃষ্টি আসন্ন 📍 কলকাতা, ১৭ মার্চ: পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত।…

2 weeks ago

স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী

আজ, ১২ জানুয়ারি ২০২৫, আমরা উদযাপন করছি স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। এই দিনটি কেবল তাঁর…

3 months ago

কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস “অতল জলে জলাঞ্জলি” প্রকাশিত।

১০ জানুয়ারি ২০২৫ এর বই মেলা উপলক্ষে বাজারে এসেছে কবি এ কে সরকার শাওনের প্রথম…

3 months ago

উত্তরবঙ্গের আবহাওয়া আপডেট

আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল ও সিকিমের আবহাওয়া রইবে বিশেষভাবে পরিবর্তনশীল। পার্বত্য অঞ্চল ও…

3 months ago

সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের উপর কড়া নির্দেশ জারি

রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করল…

3 months ago

দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ আজ, অপেক্ষা ভোটের দিন ঘোষণার

জাতীয় নির্বাচন কমিশন আজ দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে। দুপুর ২টায় এক সাংবাদিক সম্মেলনের…

3 months ago