ভোট শুরু হয়ে গেল উত্তর দিনাজপুরে। ভোটারের আঙ্গুলে পরে গেল ভোটের কালি। কালিয়াগঞ্জ,রায়গঞ্জ ব্লক অফিসে সকাল থেকেই ছিল চরম ব্যস্ততা। লম্বা লাইন দিয়ে শান্তিপুর্ন ভাবে ভোট দিলেন ভোটের কাজে যুক্ত বিভিন্ন মানুষজন। যদিও গ্রাম পঞ্চায়েত ভোট নিয়ে দেখা দিয়েছে চরম ধোঁয়াশা। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক নির্দিষ্ট দিনে নিয়ম মেনেই শুরু হয়েগেল ভোট। নির্বাচন কাজে যুক্ত মানুষজন মানে ইলেকশন ডিউটি বা ইডি ভোট শুরু হয়েছে উত্তর দিনাজপুর এ। ভোটার রা জানিয়েছেন শান্তিপুর্ন ভাবেই চলছে বুধবারের ভোটগ্রহন এর কাজ। রায়গঞ্জ ব্লক রিটার্নিং অফিসার তথা বিডিও রায়গঞ্জ অনুরাধা লামা জানিয়েছেন কমিশনের নির্দেশ মেনেই চলছে ইডি ভোটের কাজ। আদালত মামলা সংক্রান্ত প্রশ্নে অনুরাধা দেবী জানান কোনো নির্দেশ তারা পাননি। তাই চলছে ভোট গ্রহন।
ভোট শুরু হয়ে গেল উত্তর দিনাজপুরে
বুধবার,০৯/০৫/২০১৮
919
বাংলা এক্সপ্রেস---