২০ -২০ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বারের মতো অষ্টমে আফগান


বুধবার,০৯/০৫/২০১৮
1338

সাদ্দাম হোসেন মিদ্দা---

দুবাই, ২ মে:একদিনের এবং কুড়ি-বিশের বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা এবং এশিয়া কাপের দুবারের রানার্স আপ বাংলাদেশকে পিছনে ফেলে আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে অষ্টম স্থানে উঠে এল যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান। নবম ও দশম স্থানে যথাক্রমে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ অবস্থান করছে। আইসিসি সদ্য প্রকাশিত ক্রমতালিকায় আফগানিস্তানের এই আস্ফালন।

উল্লেখ এর আগে তারা বাংলাদেশের একধাম উপরে নবম স্থানে অবস্থান করছিল। এবারে শ্রীলঙ্কাকেও সরিয়ে একধাপ উঠে নবম স্থান দখল করল। ক্রিকেটের যে কোন ফর্মাটে এটিই যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের সর্ব্বচ্চ রাঙ্ক।তালিকায় আগের মতো শীর্ষ স্থানে পাকিস্তান। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং ভারত।সতেরোটি দেশের তালিকায় সর্বশেষ স্থানে রয়েছে আয়ারল্যান্ড।

আইসিসি প্রকাশিত টি২০ ক্রমতালিকা:

ক্রম    দেশ          পয়েন্ট      রেটিং

১।   পাকিস্তান         ২৯৯০    ১৩০

২।   অস্ট্রেলিয়া       ১৮৯৪    ১২৬

৩।   ভারত              ৩৯৩২    ১২৩

৪।   নিউজিল্যান্ড    ২৫৪২    ১১৬

৫।   ইংল্যান্ড           ১৯৫১    ১১৫

৬।   দঃআফ্রিকা      ২০৫৮    ১১৪

৭।   ওঃইন্ডিজ         ২০৪৮    ১১৪

৮।   আফগানিস্তান  ১৯১৭    ৮৭

৯।   শ্রীলঙ্কা             ২২৮৭     ৮৫

১০। বাংলাদেশ       ১৭৫০     ৭৫

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট