৬৫ বছরের বৃদ্ধের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য


বুধবার,২৫/০৪/২০১৮
547

বাংলা এক্সপ্রেস , উত্তর দিনাজপুর: ডালখোলা থানার গোয়ালগাঁয় ভুট্টা ক্ষেতে বৃদ্ধার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার। সূত্রের খবর ডালখোলা থানার পুর্ব গোয়ালগাঁ গ্রামে ভুট্টা ক্ষেত থেকে এক বৃদ্ধার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, বেলা সারে ৯টায় ঘাস কাটতে যায় পুর্ব গোয়ালঁগা গ্রামের ৬৫ বছরের জামুন লাল যাদব। ঘাস কেটে বাড়ি না ফেরায় খোজ পরে ওই বৃদ্ধের।

বৃদ্ধের স্ত্রী বিমলা দেবী অনেক খোজাখুজির পরে ভুট্টা ক্ষেতে গিয়ে দেখতে পায় মাথায় ভারি অস্ত্রের আঘাত করে তাকে খুন করে ফেলে দিয়ে গিয়েছে দুষ্কৃতি। ৬৫ বছরের বৃদ্ধকে কে বা কারা খুন করল তা নয়ে ধন্দে রয়েছে পুলিশ। পুলিশের অনুমান ঘাস কাটতে গিয়ে বৃদ্ধা এমন ককোন ঘটনা দেখেছে যা বাইরে প্রকাশ পেলে ক্ষতি হত। দুস্কৃতীরা তাদের কৃত ঘটনা চাপা দিতেই বৃদ্ধকে খুন করেছে। ডালখোলা থানার পুলিশ খুনের কিনারা করতে তদন্তে নেমেছে। ডালখোলা থানার পুলিশ জানিয়েছে বৃদ্ধের দেহের আশপাশে কোন কাস্তে পাওয়া যায়নি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট