বাংলা এক্সপ্রেস: আগুনে ভস্মীভূত ২৪টি বাড়ি। ঘটনা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা এলাকার ইসমাইলচকে। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতি ঠেকানো যায়নি। জানা গেছে, বুধবার রাত দুটো নাগাদ হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। কাঁচা বাড়ি থাকায় কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। আগুনের তীব্রতা আরও কিছুটা বেড়ে যায় দুইটি গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ার কারণে। আগুন ছড়াতেই তড়িঘড়ি তা নিয়ন্ত্রণে আনতে কাজ শুরুকরেন স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় দমকলকেও। পাঁচটি ইঞ্জিনের প্রায় দুই ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতেই কোনও খবর নেই। মশা তাড়ানোর ধুপ থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। তবে এই বিষয়ে এখনও কোনও সঠিক তথ্য পাওয়া
আগুনে ভস্মীভূত ২৪টি বাড়ি
বুধবার,২৫/০৪/২০১৮
494