অদ্ভুত দর্শন সদ্যজাত শিশুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে


সোমবার,২৩/০৪/২০১৮
934

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: এক অদ্ভুত দর্শন সদ্যজাত শিশুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। শুক্রবার দুপুরে ওই শিশুটির জন্মের খবর সোসাল মিডিয়ায় চাউর হতেই একাধিক মানুষ রীতিমতো হুমড়ি খেয়ে পড়লো হাসপাতালে।হাসপাতাল সূত্রে জানা গেছে,ইসলামপুর থানার কুচিলা গ্রামের এক প্রসূতি বৃহস্পতিবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হবার পর তিনি ওই অদ্ভুত দর্শন শিশুটির জন্ম দেন।শিশুটিকে দেখেই আঁতকে ওঠেন ওই শিশুর মা সহ পরিবারের সদস্যরা।এমনকি হাসপাতালের কর্মী ও চিকিৎসকরাও।তারা শিশু বিভাগে জরূরী কালীন পরিষেবা দিয়ে ওই শিশুটিকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে শিশুটির মায়ের নাম প্রকাশ করতে চাননি হাসপাতাল কতৃপক্ষ।হাসপাতাল সুপার নারায়ণ মিদ্যা জানান,এই ধরণের শিশুদের হারলিকুইন ফিটার বলা হয়।অপরিণত অবস্থায় জন্মানোর জন্য এবং জেনেটিক সমস্যার জন্য এই ধরণের শিশুরা জন্ম নেয়।তবে এই শিশুদের বেঁচে থাকার সুযোগ নেই বললেই চলে।সাত মাসের অন্তঃসত্ত্বা মহিলা এই শিশুটি প্রসব করে।শিশুটিকে নলের সাহায্যে খাবার দেবার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।তবে শিশুটিকে আলাদা ভাবেই রাখা হয়েছে।তাই প্রচুর মানুষ দেখতে এলেও শিশুটিকে কোনও ভাবেই দেখানো হয় হচ্ছে না।

ছবি – প্রতীকী

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট