সুস্মিতা: আগামী ২২শে এপ্রিল রবিবার সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের বসিরহাট শাখায় অনুষ্ঠিত হতে চলেছে “সঙ্গীতের মহারণ” এর অন্তিম অর্থাৎ ফাইনাল রাউন্ড। প্রসঙ্গত গত ১৭ মার্চ ও ২৪ মার্চ প্রথম দুই পর্বের মাধ্যমে মোট ১১০জন প্রতিযোগীর মধ্যে বেছে নেওয়া হয়েছে ১০জন ফাইনাল প্রতিযোগীকে। এছাড়াও ফাইনাল রাউন্ডে এসে থাকছে “ওয়াইল্ড কার্ড এন্ট্রি”। বিকেল ৪টে থেকে শুরু হবে মূল অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন জি বাংলা সা রে গা মা পা খ্যাতনামা চন্দ্রিমা ও ঝিনুকের মত তারকারা। মাউথ অর্গানের উপর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে মাউথ অর্গান বাজানোর সুযোগ করে দেওয়া হবে শারীরিক প্রতিবন্ধী প্রতিযোগীদের। আগামী ২২ এপ্রিল ফাইনাল রাউন্ডের মাধ্যমে বেছে নেওয়া হবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কে। অনুষ্ঠান শেষে বিশেষ সম্মানের সাথে পুরস্কার তুলে দেওয়া হবে তাদের হাতে।
আগামী ২২শে এপ্রিল রবিবার সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের “সঙ্গীতের মহারণ” এর অন্তিম অর্থাৎ ফাইনাল রাউন্ড
মঙ্গলবার,১৭/০৪/২০১৮
1776