বছরের প্রথম দিনের  গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল  এক জুনিয়র ডাক্তারের


সোমবার,১৬/০৪/২০১৮
563

বাংলা এক্সপ্রেস ,রায়গঞ্জ : বছরের প্রথম দিনের রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল  এক জুনিয়র ডাক্তারের। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি গ ঘটেছে রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার  রায়গঞ্জ শহরের উদয়পুরে রায়গঞ্জ – বালুরঘাট  রাজ্য সড়কে। মৃত যুবকের নাম গৌরব বসাক।এদিন ঘটনাটি ঘটে  মোটরবাইক ও টোটোর সংঘর্ষে মৃত্যু হয় ডাক্তারের।

জানা গিয়েছে, রবিবার রাতে রায়গঞ্জের স্কুল রোডের বাসিন্দা গৌরব বসাক উদয়পুর এলাকায় রায়গঞ্জ – বালুরঘাট রাজ্য সড়ক দিয়ে মোটর বাইক নিয়ে  রায়গঞ্জ শহরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি টোটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় গৌরব। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে তড়িঘরি রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে। জানাগিয়েছে গৌরব, আর্জিকর মেডিক্যাল ও হাসপাতালের জুনিয়ার ডাক্তার ছিলেন। তার এই মৃত্যুতে নেমে এসেছে গভীর শোকের ছায়া এলাকায়। পুলিশ বাইকটিকে আটক করলেও টোটো ও টোটোর চালক পলাতক। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং মৃতদেহ ময়না তদন্তে মর্গে পাঠিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট