শুভ হোক এ’গ্রহের নতুন সূর্য সফর


রবিবার,১৫/০৪/২০১৮
5188

রক্তকরবী: শেষ চৈতালি রাত ক্যালেণ্ডারের পাতাটা উল্টে দিল অমোঘ ছন্দে…শুরু হল সফর আরও এক নতুন পাকে । সা’বেক কলকাতার বুড়ি ছুঁয়ে আমার বাস…চড়কের ঝাঁপ সেখানে এখনও মনে করায় রাত পোহালে খেরো খাতায় স্বস্তিক এঁকে হালনাগাদের তাগিদে শুভ মহরতের কথা । গ্রহ বৈগুন্যে এমন দিনে আমি সাময়িকভাবে আমার পুরোনো চালচিত্র ছেড়ে রয়েছি নতুন আবাসনে, তাতে মাছভাতে, পোষাক আশাকে, গালভরা সংকল্প নিয়ে গদগদ হয়ে বাঙালী হতে কোনো বাধা নেই ( যদিও মায়ের ভাষাটাকে আঁকড়ে ধরে আমি বারোমাসই সাদামাটা বাঙালী আর সে আমার অহংকার ! ) তবুও এবার কেমন যেন মুষড়ে আছি …ভুরি ভুরি শুভেচ্ছা বার্তা আমাকে জাগাতে পারছে না, প্রাদেশিকতার গণ্ডী ছাড়িয়ে একটা যন্ত্রণা দলা পাকিয়ে আছে গলার কাছে…সে’ মাটিতে দাঁড়িয়ে আজকের দিনে ভালো খাবো, ভালো পরবো ভাব জাগছে না মনে যেখানে ক্ষমাহীন ধর্ষণ হল রাজনীতি ( ‘রাজার নীতি’ র মানে কে কলুষিত করে ! ), রণনীতি ! তলিয়ে যাচ্ছি পাঁকে…তবুও মাথাটা তুলে আজ নতুন সূর্যের আলোয় আচমন করে সঙ্কল্প করি প্রাণপণ চেষ্টায় পুরুষের XY তে ‘সুচেতনা’র কোডিং ভরে দিই যাতে সে কোনোদিন ধর্ষক না হয় আর তা যদি না পারি সমাজের সর্বনাম থেকে ডিকোডিং এ মুছে দিই লিঙ্গ…তারপর মাতি আমাদের নানা দিবসীয় উদ্ যাপনের উন্মাদনায় !
……শুভ হোক এ’গ্রহের নতুন সূর্য সফর !

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট