শুভ বিশ্বাস: শুরুতেই এক উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে রাজস্থান। অন্যদিকে হায়দ্রাবাদের বোলিংলাইন আপ খুব শক্তিশালী। তবে ২০ অভারের ম্যাচ অনিশ্চয়তা খেলা। যে কোন সময় ম্যাচের মোড় ঘুরে যেতে পারে।অজিনকে রাহানে অপেনিং করতে নেবে সাবলীল ভাবে খেলে চলেছেন।তবে হায়দ্রাবাদ বোলিং লাইনে একের পর এক পরিবর্তন আনছেন।তাদের দলে রয়েছে অনেক তারকা ক্রিকেটার সাকিব উল হাসান তার মধ্য অন্যতম। তার স্পিনের জাদুতে উইকেট তুলে প্রতিপক্ষ কে বিপদে ফেলে দিতে পারেন কি না তা সময় ই বলবে।অন্যদিকে সাঞ্জু স্যামসান তার চিরাচরিত সাজে একের পর এক অভার বাউন্ডারি মারছেন।শেষ পাওয়ার খবর অনুযায়ী রাজস্থান এর রান ৩৩ রান এক উইকেট হারিয়ে।নাটকীয় ম্যাচ টানটান উত্তেজনায় ভরপুর আজকের এই ম্যাচ।
সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি রাজস্থান রয়্যালস
সোমবার,০৯/০৪/২০১৮
1989