তোমার আমার কাব্য
কৃষ্ণ তুমি, রাঁধা আমি।
এডাম তুমি, ইভ আমি।
আদি তুমি, অন্ত আমি।
ছন্দ তুমি, সুর আমি।
স্থায়ী তুমি, সঞ্চারী আমি।
আকাশ তুমি, নীল আমি।
বাতাস তুমি, ঝড় আমি।
মেঘ তুমি, বৃষ্টি আমি।
রঙধনু তুমি, সাতরঙ আমি।
পাহাড় তুমি, সবুজ আমি।
সমুদ্র তুমি, লোনা আমি।
ভোর তুমি, আবির আমি।
সকাল তুমি, স্নিগধ আমি।
দুপুর তুমি, রোদেলা আমি।
গোধূলি তুমি, রাঙা আমি।
সন্ধ্যা তুমি, সাঁঝবাতি আমি।
ফুল তুমি, সুবাস আমি।
বৃক্ষ তুমি, ছায়া আমি।
নৌকা তুমি, পাল আমি।
পদ্মা তুমি, চর আমি।
গ্রীষ্ম তুমি, রোদ্দুর আমি।
বর্ষা তুমি, কদম আমি।
শরৎ তুমি, শিউলী আমি।
হেমন্ত তুমি, নবান্ন আমি।
শীত তুমি, কুয়াশা আমি।
বসন্ত তুমি, কোকিল আমি।
তুমি-আমি, আমি- তুমি।
যেখানে তুমি, সেখানে আমি।
মায়ায় তুমি, মোহে আমি।
শ্বাসে তুমি, প্রশ্বাসে আমি।
শিল্পী তুমি, শিল্প আমি।
প্রেম তুমি, কাব্য আমি।
তোমাতে আমি, আমাতে তুমি।
আছ তুমি, আছি আমি।
নাই তুমি, নাই আমি।
থাকবে তুমি, থাকব আমি।
মুদব চোখ, আমি- তুমি।
সাবরিনা খান