আমার বইয়ের নেপথ্য কাহিনী


শনিবার,০৭/০৪/২০১৮
1458

২০১৪ তে আমার কাছে দুটো মোবাইল , ১) তের হাজারি মাল্টিমিডিয়া সাদা ( তখন মৃত) তার ফোন-বই কাজে লাগত বলে ফেলিনি। চার্জ দিতাম কোনও রকমে। ব্যাটারি প্রায় ড্যামেজ। আর  ২) ১১৩৬ টাকার কালো নোকিয়া ডবল্ সিম সামান্য মোবাইল। অলওয়েজ ব্যবহারে। ব্যাটারি টনটনে। তখন পুণেতে। স্ত্রীপুত্র চেন্নাইতে।

ছেলে বলেছিল, অ্যন্ড্রয়েড না কিনলে তুমি আউট ডেটেড হয়ে যাবে। পুণের ক্যাম্পাসে কমবয়সীদের সাথে কথা বলে কিনলাম ৬৯৯৯/- টাকায় এক স্মার্ট ফোন। ফ্লিপকার্টে। সাদা ছোট, মোটোরোলা “মোটো -ই”। বুবুর দোকানে দুম করে তাতে রিদমিক কীবোর্ড নামিয়ে দিল ঠেকের জুনিয়ার মেম্বার। যাতে বাংলা লিখতে পারি। পরে ছেলে গুগল্ ডক নামক একটি মামুলি অ্যাপের পরামর্শ দেয়। সেটিই হলো আমার হোমওয়ার্কের খাতার মতো। তাতেই পরে ২০১৫/১৬ ইনডাকশান কয়েল লেখা। গোটাটাই।

বইটির দুটো বিশেষত্ব:

১) মোবাইলে লেখা
২) হায়দ্রাবাদে আমি জীবনে যাই নি। যাবো।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট