লরি ও ট্রাক্টারের মুখোমুখি সংঘর্ষে আহত তিন


বৃহস্পতিবার,০৫/০৪/২০১৮
540

উত্তর দিনাজপুর,করণদিঘি:

উত্তর দিনাজপুরের করণদিঘির আলতাপুর 34 নং জাতীয় সড়কে লডি এবং ট্রাক্টারের ধাক্কায় তিন জন আহত। আহতদের কে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় । এই ঘটনায় দীর্ঘক্ষণ করণদিঘি জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে।জানা যায় করণদিঘি 34 নং জাতীয় সড়ক দিয়ে একটি ইট বোঝাই লরির সাথে অপর দিকে আসা ট্রাক্টারের মুখোমুখি সংঘর্ষে ইট বোঝাই লরিটি উল্টে তিনজন আহত হয়ে পড়ে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট