বুধবার রায়গঞ্জে বন্দুক নিয়ে তান্ডব করার সন্দেহে তিনজন দুষ্কৃতী কে ধরলো রায়গঞ্জ থানার পুলিশ


বৃহস্পতিবার,০৫/০৪/২০১৮
1167

উত্তর দিনাজপুর,রায়গঞ্জ: বুধবার আগ্নেয়াস্ত্র সহ রাযগঞ্জে হামলা করায তিনজন দুষ্কৃতী কে ধরলো রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান সাটার ও দুটি নাইন এম এম সহ সাত রাউন্ড কার্তুজ

রায়গঞ্জের শ্যামপুর বাংলা বিহার এলাকায় পুলিশের নাকা চেকিং-এ ওই তিন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন ধৃত তিনজনের মধ্যে দুইজনের বাড়ি মালদা জেলার চাঁচোলে ও অপর একজনের বাড়ি রায়গঞ্জের ১১ নম্বর ওয়ার্ডে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আজাদ আলি, পবন দাস ও চন্দন পাল। আজাদ ও পবন দুইজনই মালদা জেলার চাঁচোলের বাসিন্দা। চন্দন পালের বাড়ি রায়গঞ্জের ১১ নম্বর ওয়ার্ডে। বুধবার দুপুরে রায়গঞ্জের হাসপাতাল মোড়ে বন্দুকবাজদের তান্ডবের ঘটনার সাথে ধৃতদের কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট