॥’কুড়ি বছর’ এর কথকতা ॥
ফ্যাকাশে বসন্ত জড়িয়ে
কাল সন্ধ্যে ঢালছিলাম পেয়ালায়
জাফরানী খুশী মাখিয়ে মনে
অমলতাস এলো বারান্দায়…
আমাকে পরালো কানঝুমকো সাজ
ফিরে পেলাম কবেকার নব পরিণীতা লাজ !
ঠিক তখনই ট্রেনটা চলে গেল কান্না বাজিয়ে…
পালক ছিঁড়ে কবুতর বুকে, স্বপ্ন ভেঙে চোখে
‘ কুড়ি বছর’ থামলো আমার দো’রে ।
কাঁটা খুলে অকালে,
ওর সিঁথি পোড়ে আগুনে ।
ওকে নারী করে প্রতি পলে
শিখা নেভে নিয়তির ছলে !
বেশরম সমাজ আবারও পিছলোয়
জলসিঁড়ির ধাপে….
কন্যা ভ্রুণর প্রসব ধিক্কারে
‘পূজা’ ফেরে শূন্য মন্দিরে ।
একা ‘মা’ এর পথচেরা চলায়,
আমি থাকি অতন্দ্র প্রহরায় !
চাবুক মেরে কালা কানুনে,
কন্যে !…
জয় হোক্ তোর মাতৃমন্ত্র
জয় হোক্ তোর পিতৃতন্ত্র,
জয় হোক্, জয় হোক্ !
……রক্তকরবী ॥
[ ‘একক মাতৃত্বের’ ধারণায়…]