মেঘে ঢাকা আকাশ


রবিবার,০১/০৪/২০১৮
592

কাল প্রায় সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ ছিল আকাশ এবং সন্ধার পরে ভাঙড়ের সাতুলিয়া থেকে নিউটাউন সাপুরজি ডিএলএফ হাইটস এলাকায় সামান‍্য বৃষ্টির ভাব দেখা যায়। যার ফলে এই এলাকার মানুষ  একটু স্বস্তির নিশ্বাস ফেলে। তবে পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তরের তরফ থেকে গতকাল জানান হয়েছে যে আগামি ৪৮ ঘন্টা আকাশ মেঘাছন্ন থাকবে এছাড়াও মাঝেমধ‍্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 ক‍্যামরায় সুদীপ্ত রায়, বাংলা এক্সপ্রেস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট