রাজু আলম:
সময় এসেছে মোবাইল চার্জার ও পাওয়ার ব্যাঙ্ক এর ঝামেলা থেকে মুক্ত হওয়ার। মোবাইল ব্যবহারকারী দের মধ্যে মোবাইল চার্জ দেওয়া নিয়ে সমস্যা ছিল বহু দিনের। বর্তমানে স্মার্ট ফোনের জমানায় মোবাইল চার্জের সমস্যা কমবেশী সবার। প্রায় শুনতে পাওয়া যায় মোবাইলে চার্জ না থাকার কথা। যার কারণে মোবাইলের সাথে এক্সটা ঝামেলা হিসাবে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘুরতে হয়।
খুশির খবর হল, জিও এই সমস্যার সমাধান করে ফেলেছে। এখন থেকে মোবাইল টাওয়ার সিগন্যালের মাধ্যমেই মোবাইল চার্জ করা যাবে। জিও কর্তৃপক্ষ মনে করে এটি একটি যুগান্তরকারী আবিষ্কার। জিও তার সকল গ্রহক দের এক বছরের জন্য ফ্রিতে এই সুবিধা দেবে বলে জানিয়েছে। জিও এই নতুন পরিষেবার নাম জিও জুস। পরবর্তী সময় জানা যাই , আসলে এটি ছিল জিও র পক্ষ থেকে এপ্রিল ফুল ।