GPD নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে ছোট সাইজের ল্যাপটপ


রবিবার,০১/০৪/২০১৮
3849

রাজু আলম:

 

GPD নিয়ে এসেছে সব চেয়ে ছোট সাইজের ল্যাপটপ। যা খুব সহজে আপনার পকেটে নিয়ে ঘুরতে পারবেন। এটিতে আছে Intel Atom x728750 প্রসেসর ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি হাড ডিস্ক, স্কিন সাইজ ৭ ইঞ্চি (১৯২০*১২০০) পিক্সেল এবং অপারেটিং সিস্টেম ব্যাবহার করা হয়েছে মাইক্রোসফট উইন্ডোজ ১০।

কিন্তু ল্যাপটপ টিতে কোন webcam নেই। ল্যাপটপ টিতে ব্যাবহার করা হয়েছে ৭০০০ mAhএর শক্তিশালি ব্যাটারি। এটি টাচ স্কিন ও QWERTY কিবোর্ড সাহায্য ব্যাবহার করা যায়। ল্যাপটপ টির দাম রাখা হয়েছে ৫৪,২২৯ টাকা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট