খবর সুদীপ্ত রায়
ফিফা ফ্রেন্ডলি ম্যাচে জার্মানিকে ১-০ গোলে পরাজিত করল ব্রাজিল। এদিনের ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নেমে ছিল ব্রাজিল। কিন্তূ ওয়ান ম্যান শোয়ের থেকে ম্যাচ কে বদলে ফেলতে পেরেছিল কোচ তিতে। নেইমারের অনুপস্থিতীতে নিজেকে ভালো খেলয়ার হিসেবে প্রমানকরেছেন ম্যানচেস্টার সিটির জেসাস। ম্যাচের একমাত্র গোলটি তার। এর পর অবশ্য থাকছে আরও দুটি ম্যাচ সৌদি আরবের বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরতে
বদ্ধপরিকর তারা।