বধূ হত্যার প্রতিবাদে ভাঙড়ে মহিলাদের কতৃক স্মরণ সভা


বৃহস্পতিবার,২৯/০৩/২০১৮
650

হাফিজুল কাজীঃ
ভাঙড়ের ঘুনিমেঘীতে বছর দুয়েক আগে স্বামী সহ শ্বশুর বাড়ির অত্যাচারে খুন হতে হয়েছিল বীনা(ষোষ) গাইনের। তার স্মরণে বুধবার গ্রামবাসীরা পথমিছিল ও প্রতিবাদ সভা করে। সভা ও মিছিল থেকে সম্মলিত আওয়াজ ওঠে, অপরাধী দের দৃষ্টান্ত মূলক শাস্তি। তৃণমূল নেতা আব্দুল হাকিম বলেন, এমন অমানবিক ঘটনা কে আমারা নিন্দা করি। মহিলা তৃণমূল নেত্রী আসমা খাতুন বলেন, যারা এমন অমানবিক ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি চাই, এর সাথে গ্রামবাসীরা একই সুর মেলান। এদিনের মিছিলে পাঁচ শতাধিক মহিলা অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বিনয় ঘোষ,জিয়াউল মোল্লা, মীর তাহের প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র সভাটি নেতৃত্ব দেন সোমা নষ্কর। এদিনের প্রতিবাদী সভা ও মিছিলে অভিযুক্ত দোষীদের দৃষ্টান্ত মূলক উপযুক্ত শাস্তি হয় কিনা তা সময়ই বলবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট