অচেনা হাত
জীবনে বেঁচে থাকার জন্যএকজন বন্ধু চেয়েছিলাম।
আচেনা বন্ধুত্বের হাত ছেরে দিয়ে তোমার হাতে হাত রেখেছি।
যে হাতে আছে সৃষ্ঠির জাদুকাঠি।
যে হাত পৃথিবীর সমস্ত বন্ধন কে দুরে সরিয়ে জ্বেলে দেয় আশার দ্বীপ ।
পৃথিবীময় তোমার হাত দুটোই বন্ধুত্বের সেরা শিরোপা।
– সুদীপ্ত রায়