রাজারহাট নেতাজী বালক সংঘের ৫০ তম অন্নপূর্ণা পুজার উদ্বোধন


রবিবার,২৫/০৩/২০১৮
2567

সত্য‌জিৎ মন্ডল:

রাজারহাট নেতাজী বালক সংঘের ৫০ তম অন্নপূর্ণা পুজার উদ্বোধন হল। উদ্বোধন করলেন বিষ্ণুপুর বেলুরমঠ শাখার অধ্যক্ষ স্বামী দয়াময়নন্দ জি মহারাজ। এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর মহাশয়, টলিউডের নাম করা হিরো অঙ্কুশ। সংঘের এক সদস্য বলেন, এটি সমগ্র রাজারহাটের পূজা। আপামোর রাজারহাট বাসি মিলে মিশে আনন্দে মাতি। পূজার প্রায় প্রত্যেক দিনিই কিছু না কিছু অনুষ্ঠান থাকছে। আমরা আশা করব সাধারণ মানুষ আর বেশী করে আসুক আমাদের এই পূজাতে।

https://www.youtube.com/watch?v=YwghPcA43wE&feature=youtu.be

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট