বাংলা এক্সপ্রেস ডেস্ক
পশ্চিমবঙ্গ সরকারের প্রানী সম্পদ উন্নয়ন দফতর “ভেটেরিনারি অফিসার” পদে ১৫৬ জন লোক নিযুক্ত করতে চলেছে।
ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রির ডিগ্রী বা, ভেটেরিনারি সায়েন্স ডিগ্রী কোর্স পাশরা আবেদন করতে পারে। বয়স হতে হবে ১-১-২০১৮’র হিসাবে ৩৬ বছরের মধ্যে। তপশিলী ৫ বছর, ও.বি.সি’রা ৩ বছর ও প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন। মূল মাইনে ১৫,৬০০- ৪২,০০০ টাকা গ্ৰেড পে ৫,৪০০ টাকা। শূন্যপদ: ১৫৬টি ( জেনারেল ৭১, তঃজাঃ ২৫, তঃউঃজাঃ ৭, ও.বি.সি এ ক্যাটাগরি ১৯, ও.বি.সি বি ক্যাটাগরি )।
প্রার্থী বাছাই করা হবে স্ক্রীনিং টেস্ট বা লিখিত পরীক্ষার মাধ্যমে। এরপরে ইন্টারভিউ ।
দরখাস্ত জমা নেওয়া হবে নিম্নলিখিত ওয়েবসাইট গুলির মাধ্যমে:
এছাড়া পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার জে.পি.জি ( .jpg ) ফর্ম্যাটে 20-50KB মধ্যে স্ক্যান করতে লাগবে।
ফর্ম বাবদ ২১০ টাকা(তপশিল ও প্রতিবন্ধী ছাড়া)। অনলাইন ফর্ম ভরার শেষ দিন ৯ এপ্রিল। অফলাইনে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালানে টাকা জমা দেওয়ার শেষ দিন ১০ই এপ্রিল।