শোচনীয় অবস্থা ভাঙড় টু পাকাপোল এর রাস্তা


বৃহস্পতিবার,২২/০৩/২০১৮
591

সুদীপ্ত রায়:
গত দুই বছরের মধ্যে এক বার নামে মাএ ঠিক করা হয় এই রাস্তা । কীন্তূ এই রাস্তা দ: ২৪ পরগানার ভাঙড় টু পাকাপোল এবং অন্য দীকে নিউটাউন টু কুলটীর রাস্তার সং যোগ মাধ্যেম হিসাবে কাজ করে।
রাস্তার যা অব্স্বথা যে কোনো সময় ঘটে যেতে পারে বড়ো সড়ো দৃড়টনা । কীন্তূ এই দীকে কোনো খেয়াল নেই স্বানীয় পঞ্জায়েত সমীতি তথা স্বানীয় নেতাদের। বৃষ্টির সময় জমে থাকে এক হাটু জল রাস্তায়। এর জন‍্য সাধারন মানুষের খুবই আসুবিধার মধ্যে পরতে হয় প্রতিনিয়ত ভাঙড়ের পাওয়ার গিরিড নিয়ে এতো তোলপাড় কিন্তূ এখানকার রাস্তাঘাট নিয়ে এতটুকু মাথা ঘামায় না সরকার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট