নিজস্ব প্রতিনিধি:
মার্চ শনিবার, সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড আয়োজিত “আমি গান শোনাবো” অনুষ্ঠিত হল। এটি বসিরহাট কলেজ পাড়ার ফাল্গুনী সিনেমা হলের কাছাকাছি অবস্থিত সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের শোরুমে আয়োজন করা হয়েছিল।
সকাল ১০:৩০ থেকে আরম্ভ করে সন্ধ্যা ৬টা অবধি চলে গানের প্রতিযোগিতাটি। সব মিলিয়ে প্রায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন, এর মধ্যে ৩০জন প্রতিযোগীকে বেছে নেওয়া হবে আগামী ২৪শে মার্চ সেমি ফাইনাল রাউন্ডের জন্য। সেখান থেকে ১০জন প্রতিযোগী সুযোগ পাবেন ফাইনালে পারফর্ম করার।
ধ্রুপদী, আধুনিক, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি বিভিন্ন ধরনের গানে পারফর্ম করে প্রতিযোগীরা তাদের প্রতিভা কে তুলে ধরার চেষ্টা করে। সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের কর্নধার বলেন, অনুষ্ঠানটি সর্বত ভাবে সাফল্য মন্ডিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। নতুন প্রজন্মের গানের প্রতি এই উৎসাহ ও উদ্দিপনা তাদের কে আগামী দিনে আর ও নতুন কিছু, নতুন কোনো প্রতিযোগিতার আয়োজনে অনুপ্রেরণা জোগাবে।
DOCTOR EXTRA SOFT Doctor Ortho Slippers for Women.
₹398.00 (as of শুক্রবার,১৪/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)Certified Refurbished Echo Dot (4th Gen, 2020 release)| Smart speaker with Alexa (White)
₹2,999.00 (as of শুক্রবার,১৪/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)(Refurbished) Dell Intel 6th Gen Core i5 Desktop (16GB RAM/1 TB HDD/128SSD /Windows 10 Pro/MS Office/Intel Integrated Graphics,Black)Optiplex 5040
Now retrieving the price.
(as of শুক্রবার,১৪/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)