রক্তদান শিবিরে আরাবুল রেজ্জাক পাশাপাশি


মঙ্গলবার,২০/০৩/২০১৮
1132

সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়:

ভাঙড়ের হাতিশালায় অনুষ্ঠিত হল বাৎসরিক  রক্তদান শিবির। রক্তদান শিবিরের এই অনুষ্ঠানে একই মঞ্চে পাশাপাশি দেখা গেল আরাবুল ইসলাম ও আব্দুল রেজ্জাককে একসাথে। একান্তে আলাপচারিতা করতেও দেখা গিয়েছে দুজনের মধ্যে।

আরাবুল রেজ্জাক ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলেরহাট ২ জিপির প্রধান হাকিমুল ইসলাম ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। আরাবুল রেজ্জাক উভয়েই রক্তদানের মাহাত্ম্য তুলে ধরেন তাঁদের বক্তৃতায়।

পুরুষ ও মহিলা উভয় মিলিয়ে প্রায় ১০০ জন ব্যাক্তি রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে একজন জানান আমার রক্তে কারও জীবন বাঁচাবে, এর থেকে আনন্দের আর কিছু হতে পারেনা। আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয় রক্তদান এমন একটা দান যা শুধু জীবন বাঁচায় না, মানুষে-মানুষে সম্প্রতির মালা গেঁথে দেয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট