মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল বাংলা এক্সপ্রেস, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ:
নির্মল বাংলা নিয়ে বিভিন্ন স্থানে মিছিল ও সভা হচ্ছে কারণ এর সাহায্যে মানুষকে সচেতন করে তুলা যাবে ।যার সাহায্যে পরিবেশকে সুন্দর করে গড়ে তুলা যাবে ।তাই আজ বিকাল ৩ টের সময় ভাবতা হাসিনা মেমোরিয়াল হাই মাদ্রাসার ময়দানে বেলডাঙ্গা -১ ব্লক এর মিশন নির্মল বাংলা নিয়ে জনসভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন শুভ্রাংশু মন্ডল বিডিও বেলডাঙ্গা-১,যুগ্ম সমষ্টি উন্নয়ন অাধিকারি মাননীয় সুশান্ত কুমার রায়,ব্লক কো-অপেরেটিভ ইন্সপেক্টর-সত্যজিত কুমার সাহা মহাশয়,হাসিনা গার্লস এর সম্পাদক-মোহাঃ হিলালুদ্দিন ।
নলেজ লিঙ্ক থেকে সুকুমার ঘোষ,মহাদেব বর্মন, কমিউনিটি ফেশিলিটেটর মোহঃ আব্দুল মালেক এবং আবু সেলিম মল্লিক।এছাড়া বিভিন্ন পঞ্চায়েত স্টাফ রা এবং বিভিন্ন জিপি থেকে আগত ASHA,ICDS,SHG,গ্রুপ এর মহিলারা। বিডিও সাহেব জানান আমাদের লক্ষ্য আগামী কিছুদিনের মধ্যে বেলডাঙ্গা -১ ব্লক কে নির্মল ব্লক করা তার জন্য জনসভা অনুষ্ঠিত হয়। তিনি ছাত্র,ছাত্রীও মহিলাদের উদ্দেশ্যে জানান আসুন আমারা শপথ করি নির্মল বেলডাঙ্গা -১ গড়ি,নির্মল ব্লক তথা জেলার জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। এলাকার মানুষ এত ভালো সচেতনতা জনসভা পেয়ে ও বিডিও সাহেবকে কাছে পেয়ে খুব খুশি।উপস্থিত ছিল প্রায় ৫ হাজার মহিলা ও ছাত্র ছাত্রী।