নিজস্ব সংবাদদাতা:
ধানক্ষেতের ভিতরে বসে প্রতিদিনের মত সেদিন ও তারা বাজি তৈরিতে ব্যস্ত ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত এমনটা যে হয়ে যাবে তা হয়তো তাদের মধ্যে কারোরই ধারণা ছিল না। শুক্রবার দুপুর নাগাদ মগরাহাটের মাঝপাড়ার এক ধানক্ষেতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাতে ১১ বছরের একটি বালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে রতিন নস্কর, সামন্ত মিদে্দ ও উত্তম হালদার নামে তিনজন।
এছাড়াও জখম হয়েছে আরও দুজন। এলাকার স্থানীয় একাংশ মানুষ যদিও বলেছেন ধানক্ষেতের ভিতরে বাজি না বোমা তৈরি হচ্ছিল। সেক্ষেত্রে এটি কেবলই একটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।