নিজস্ব সংবাদদাতা:
যতবড় শহর, থাকার জায়গা যেন ততটাই কম। ছোট গলি, কোনো মতে পাশাপাশি দুটি বাইক, ছোটো কোনো চার চাকার গাড়ি পাস করার জায়গা থাকে কোনো সময় হয়তো তাও নয়। এমতাবস্থায় কোনো বহুতল বাড়ি, দোকান বা কোনো অফিসে আগুন লাগলে দমকলের গাড়ি সেখানে পৌছানোর উপায় থাকে না। দাউ দাউ করে জ্বলছে আগুন, চারিদিকে লোকে লোকারণ্য অথচ সকলেই নিরূপায়। আগুন নেভাতে হিমশিম খেয়ে যায় হয় দমকলকর্মীরা। শহরতলী কোলকাতায় এ ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়।
এরকম জরুরী অবস্থার মোকাবিলা করতে দমকলের তরফ থেকে কেনা হচ্ছে ১০০টি অত্যাধুনিক দমকল বাইক। সাধারণ বাইকের মতই এর পরিধি থাকবে, সাথে থাকবে আগুন নেভানোর সমস্ত সরঞ্জাম। শহরের সমস্ত এলাকায় ছড়িয়ে থাকবে এই বাইক গুলি। কন্ট্রোল রুমের আদেশ পেলেই বেড়িয়ে পড়বে তারা আগুন নেভাতে।
এর আগে এই পরিষেবা অন্যান্য রাজ্যও চালু করেছে। এবার এই রাজ্যেও শুরু হতে চলেছে দমকল বাইক পরিষেবা।