রহস‍্যজনক চেহারা, কে আছেন এর পিছনে


বৃহস্পতিবার,১৫/০৩/২০১৮
2200

বাংলা এক্সপ্রেস:

ইদানিং মহারাষ্ট্রে কৃষক আন্দোলন চলছে আর তার আঁচ ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। তাই অনেকেই হয়তো ভেবে নিয়েছি ইনি তেমনই একজন সাধারণ কোনো কৃষক।

ক্ষয়াটে চেহারা, ভেঙে পড়া শরীর, চামড়ার ভাঁজে যেন ক্লান্তি ও বিরক্তির ছাপ স্পষ্ট। আধ ময়লা ঝাপসা চশমা, মাথার পাগড়ি দিয়ে এক চোখ ঢাকা, চশমার একটা আর উপর থেকেই পড়া। চেহারায় সাধারণ মানুষ হলেও তিনি কিন্তু অসামান্য, অনবদ্য।
পাগড়ি ও মেক আপের আড়ালে তিনি আর কেউ নন বলিউড শাহেনশাহ্ অমিতাভ বচ্চন। “ঠাগস্ অফ হিন্দুস্তান” সিনেমায় এমন লুকেই ধরা দেবে তিনি সিনেমার পর্দায়। এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন আমির খান, ক‍্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ এর মত তারকারা।

বরাবরই তাঁকে নতুন ও দুঃসাহসিক চরিত্রে অভিনয় করতে দেখে এসেছি। “পা” কিংবা “ব্লাক” র মত সিনেমায় চিরাচরিত চরিত্র থেকে অনেক অন ভিন্ন চরিত্রে ধরা দিয়েছিলেন তিনি। এবার ও তার ব‍্যতিক্রম নয়। প্রতিনিয়ত তাঁর নিজেকে নিয়ে ভাঙাগড়ার খেলা চলতেই আছে। আর তা যে যেকোনো মাত্রাই হতে পারে “ঠাগস অফ হিন্দুস্তান” এ এই লুক ই তার প্রমাণ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট