ফের উত্তপ্ত ভাঙড়, প্রকাশ‍্যে তৃণমূল নেতাকে খুন


সোমবার,১২/০৩/২০১৮
1326

বাংলা এক্সপ্রেস: 
রাজনৈতিক দিক থেকে ভাঙড় যতটাই উত্তপ্ত ততটাই সংবেদনশীল। প্রতিনিয়ত সেখানে যেন লড়াই, মারামারি, বিষ্ফোরণ, খুন লেগেই আছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রকাশ‍্যে রাস্তায় তৃণমূল নেতাকে গুলি করে, কুপিয়ে খুন করা হল। ঘটনাটিকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মৃত ব্যক্তির নাম মনু প্রামানিক। তিনি বামনঘাটি পঞ্চায়েতের যুব তৃণমূল কার্যকারি সভাপতির পদে ছিলেন। রবিবার সকাল দশটা নাগাদ নিজের দলের কর্মী দের নিয়ে বেরিয়ে ছিলেন তিনি। প্রত‍্যক্ষদর্শীরা জানান, একদল দুষ্কৃতী হঠাৎ ই চড়াও হয় তাদের উপর। মনু প্রামানিক কে লক্ষ্য করে গুলি চালায়, তার সাথে চলতে থাকে ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপ। গুরুতর ভাবে জখম হন মনু প্রামানিক। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুষ্কৃতীরা স্থানীয় পঞ্চায়েত প্রধান অমরেশ মন্ডলের ঘনিষ্ঠ মহলের লোক। ঘটনায় যুক্ত স্থানীয় এক দুষ্কৃতী ইন্দ্রজিৎ মন্ডল ও তার সাত জন সঙ্গীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট