হাসিন-শামির কেসে নয়া মোড়


সোমবার,১২/০৩/২০১৮
762

বাংলা এক্সপ্রেস: 
একদিকে স্বামী মহম্মদ শামি  নিজেকে সংশোধন করে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সবকিছু ঠিক করে আবার পুরোনো জীবনে ফিরে যেতে চান।
অনদিকে স্ত্রী হাসিন নিজের নির্নয়ে অটল। তিনি বলেন, “গত ৫ বছর ধরে আমি অনেক সহ‍্য করেছি। আর নয়। এখন যদি আমি শামির সাথে সমঝোতার কথা বলি, আমারই দোষ ছিল তা প্রমানিত হবে। তাই সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না। তবে সত্যিই যদি শামি ঘর বাঁচাতে চায়, মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আমি চিন্তাভাবনা করবো।”
প্রসঙ্গত, স্বামীর বিরুদ্ধে হাসিন একাধিক অভিযোগ এনেছেন। শামি নিজের দাদাকে দিয়ে তার স্ত্রীকে ধর্ষনের চেষ্টা, তার পরিবারের বিরুদ্ধে হত‍্যা ও বধূ নির্যাতনের অভিযোগ। একাধিক নারীর বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক স্থাপনের অভিযোগ।
হাসিন বলেন, গত কয়েক বছরে তিনি অনেক অত‍্যাচার সহ্য করেছেন। তাকে স্ত্রীর যোগ‍্য মর্যাদা দিয়ে সবকিছু ঠিক করে নেওয়ার জন্য স্বামীকে বুঝিয়েছেন তিনি। তবে কোনো লাভই হয়নি। তাই এখন যখন তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বোঝাপড়ার কোনো জায়গাই নেই সেখানে। এখন তিনি সেই পথেই চলবেন যেভাবে তার আইনজীবী তাকে বলবেন তা স্পষ্ট করে দিলেন তারকা স্ত্রী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট