নিজস্ব সংবাদদাতা:
মাধ্যমিক হল আমাদের প্রত্যেকের একাডেমিক ক্যারিয়ারের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষা কে ঘিরে প্রায় প্রতিটি ছাত্রছাত্রীর মনেই ভয় ও উত্তেজনার সৃষ্টি হয়। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করতে পাশে এসে দাঁড়াল দক্ষিণ কলকাতার অটোচালকেরা। কোথায় বিনামূল্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। কোথাও বা অটোয় ওঠার আগে তাদের হাতে তুলে দেওয়া হবে ফুল, কলম, কেক, জলের বোতল ইত্যাদি।
দক্ষিণ কলকাতার অটো ড্রাইভার্স অ্যান্ড অপারেটার্স ইউনিয়নের সম্পাদক গোপাল সাতাঁরা বলেন, ” দক্ষিণ কলকাতার আইএনটিটিইউসির সভাপতি শুভাশিস চক্রবর্তীর উদ্যোগেই আমরা এভাবে ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়াচ্ছি।” বেহালা চৌরাস্তার দিকে যেমন বেশ কয়েকটি অটোরুটে অটো ভাড়া নেওয়া হবে না। তেমন ভাবেই লালকুঠি, গড়িয়া, কসবা, রাসবিহারী এবং বেহালার কিছু অংশে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে উপহার। তবে সব ক্ষেত্রেই অভিভাবকদের থেকে ভাড়া ধার্য্য হবে নিয়ম মাফিক। এছাড়াও এই কয়েকটি দিন অটো ধীর গতিতে ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে চালানো হবে বলে জানিয়েছেন তারা।