ঐতিহাসিক সিদ্ধান্ত স্বেচ্ছামৃত্যুতে অবশেষে সায় দিল সুপ্রিম কোর্ট


শুক্রবার,০৯/০৩/২০১৮
662

শুভ বিশ্বাস:

মহাভারতে পিতামহ ভীস্ম স্বেচ্ছা মৃত্যু নিয়েছিলেন। ভারতে কখন স্বেচ্ছা মৃত্যু কখন স্বীকৃতি পায়নি। অথচ বেশ কিছু দেশ ইতিমধ্যই স্বেচ্ছা মৃত্যু কে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে নেদারল্যান্ডস, বেলজিয়াম, কল্মবিয়া ও কানাডায় স্বেচ্ছা মৃত্যু স্বীকৃতি পেয়েছে। পাঁচজন বিচারকের ‘কনস্টিটিউশন’ বেঞ্চ থেকে, আজ স্বেচ্ছামৃত্যুর পক্ষে অর্ডার দেওয়া হয়।

প্রসঙ্গত, ‘কমন কজ’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার আর্জির জন্যই অবশেষে ভারতে এই আইন লাগু হল।পাঁচ বিচারকের চারটি ভিন্ন ভিন্ন মত থাকলেও, একটি জায়গায় তাঁরা প্রত্যেকেই একমত ছিলেন যে, স্বেচ্ছামৃত্যুর জন্য আবেদনকারীকে ‘লিভিং উইল’ করতে হবে। তবে কোন ব্যক্তি ‘লিভিং উইল’ করতে পারবেন, তা ঠিক করবে নির্দিষ্ট মেডিকেল বোর্ড।

এই ঐতিহাসিক সিদ্ধান্তের মূলে ছিলেন, তাঁরা হলেন প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ কে সিকরি, জাসটিস এ এম খানউইলকর, জাসটিস ডি ওয়াই চন্দ্রচূড় ও জাসটিস অশোক ভূষণ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট