বিদায় বেলা ॥


রবিবার,০৪/০৩/২০১৮
1694

বিদায় বেলা ॥
নীচু স্বরে অন্তরঙ্গে, উঁচু স্বরে আবেগে হাতে হাত রেখে, মনে মন পেতে আজ ওদের শেষ চলা ।
প্রতিদিন সূর্য ধরে
ওরা ফিরবে না আর লোকাল ট্রেনে লিপি লিখবে না ঠোঁটের রসায়নে । ভেজা চোখে, রজনীগন্ধার কথকতায় আজ ওদের বিদায় সংবর্ধনা চলমান বন্ধুতার মোহনায় ।
এ’ সময় সৈকতে…
এক নর এক নারী ছিল
সর্বনামে আলোলিত
‘আমি’ আর ‘তুমি’ ঘিরে ।
এ’ সূর্য সংসারে…
রীতিকে নীতি মেনে
ওরা ছিল না বাঁধা কোনোদিন, ফল্গুধারায় টানটা ছিল অন্তর্লীন !
মা পৃথিবী বলো…
পাটনী মাঝির নায়ে
সম্পর্ক কী পাল ছেঁড়া তুফান না শুধুই বয়ে চলার আজান ?!
…….রক্তকরবী ॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট