ভারতের কনিষ্ঠতম বিমান চালিকা ও দেশের গর্ব আয়েশা


শুক্রবার,০২/০৩/২০১৮
2165

বাংলা এক্সপ্রেস: ইচ্ছার সেই চারাগাছটাই আজ মহীরুহ।ডানা নেই তো কী? উড়তে চেয়েছিলেন তিনি। স্বপ্নের ডানায় ভর করে। ছোট থেকেই লালন করতেন আকাশে ওড়ার ইচ্ছেটা। আজ তিনিই দেশের কনিষ্ঠতম বিমান চালকের শিরোপা নিয়ে খবরের শিরোনামে। শুধু তাই নয়, দেশের প্রথম মহিলা হিসাবে এ বার মিগ-২৯ জেট বিমানের ‘স্টিয়ারিং’ও থাকবে তাঁরই হাতে।তিনি আয়েশা আজিজ। ২১ বছরের ফুটফুটে কাশ্মীরি কন্যা। ছোট থেকেই স্বপ্ন দেখতেন ককপিটে বসবেন। বিমানের নিয়ন্ত্রণথাকবে তাঁর হাতে। প্রথাগত পড়াশোনা শেষ হতেই তাই যোগ দেন বম্বে ফ্লাইং ক্লাবে।  মাত্র ১৬ বছর বয়সেই হাতে পান স্টুডেন্ট পাইলট লাইসেন্স। ২০১২ সালে দু’মাসের অ্যাডভান্সড স্পেস ট্রেনিং কোর্স করতে নাসা-তেও পাড়ি দিয়েছিলেন কাশ্মীরের বারামুলা জেলার এই মেয়ে। ‘ওলা’ বিল পাঠাল ১৪৯ কোটি!কর্মাশিয়াল লাইসেন্স পাওয়ার পর সোস‍্যাল মিডিয়ায় এই ছবিই পোস্ট করেছেন আয়েশাসম্প্রতি দেশের কনিষ্ঠতম পাইলট হিসাবে কর্মাশিয়াল লাইসেন্সও পেয়েছেন আয়েশা।

দেশের কনিষ্ঠতম পাইলটের তকমা পেয়ে কী বলছেন আয়েশা? তাঁর ইচ্ছা খুব শীঘ্রই মিগ-২৯-এর ককপিটে বসার। রাশিয়ার সকুল এয়ারবাসে এই বিমান চালাতে চান তিনি। রাশিয়ান যুদ্ধ বিমান মিগ-২৯ চালানোর জন্য রুশ এজেন্সির সঙ্গেওকথাবার্তা শুরু করে দিয়েছেন আয়েশা। এখন অপেক্ষা সেই শুভ দিনের। ‘‘শব্দের চেয়েও দ্রুত গতিতে মহাকাশের এক্কেবারে ধারে চলে যেতে চাই আমি। মিগ ২৯-ই আমার পরবর্তী এক্সপিডিশন,’’— উজ্জ্বল চোখে বললেন আয়েশা আজিজ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট