আত্মহত্যা প্রতিরোধে মেট্রোয় নতুন উপায়


মঙ্গলবার,২৭/০২/২০১৮
1197

বাংলা এক্সপ্রেস:
কোলকাতার বিভিন্ন মেট্রো স্টেশনের লাইনের উপর ঝাঁপ দিয়ে আত্মহত্যা কোনো নতুন বিষয় নয়। প্রায়শই এমন ঘটনার সম্মুখীন হতে হয় আমাদের, যার ফলতঃ মেট্রো চলাচল বিপর্যস্ত হয়ে, বিপাকে পড়েন বহু যাত্রী।
স্টেডিয়াম থেকে সেক্টর ফাইভ অবধি মেট্রো চলাচল শুরু হবে পুজোর আগেই, এর পাশ্ববর্তী এলাকায় ও মেট্রো চলাচল শুরু হবে খুব শীঘ্রই। এবার মেট্রোয় দুর্ঘটনা বা আত্মহত্যা জনিত বিষয় গুলি আটকাতে ইষ্ট-ওয়েষ্ট মেট্রো স্টেশনে থাকবে স্ক্রিন ডোর সিস্টেম। এই বিশেষ প্রযুক্তিতে প্লাটফর্মের কিনারা কতগুলি স্বচ্ছ কাঁচের দরজা থাকবে। দরজাগুলি বানানো হবে ট্রেনের দরজার মাপে। ট্রেন এসে ঠিক ওই দরজা গুলির সামনে দাঁড়াবে। তারপর ট্রেনের দরজা ও প্লাটফর্মের দরজা একসাথে খুলবে। যাত্রী সকলের ওঠানামার পর একসাথে বন্ধ হয়ে যাবে দুটি দরজা। এর মাধ্যমে মেট্রোয় আত্মহত্যা ও দুর্ঘটনার হার অনেক কমে আসবে বলে আশা করছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।
প্রতীকী ছবি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট