এখনোও সম্ভব হয়নি শ্রীদেবীর নিথর দেহ, দানা বাঁধছে রহস্য


মঙ্গলবার,২৭/০২/২০১৮
1604

বাংলা এক্সপ্রেস: 

মৃত্যুর পর কেটে গিয়েছে  ৪৮ ঘন্টার ও অনেক বেশি সময়, তবে এখনো দেশে ফেরানো সম্ভব হয়নি শ্রীদেবীর মৃতদেহ। শ্রীদেবীর আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে উঠে আসছে একের পর এক রহস্য, যা কোনো সিনেমার থেকে কম নয়। বেড়ে চলেছে আইনি জটিলতা, অন‍্যদিকে স্বামী বনি কাপুরকে ক্রমাগত প্রশ্নাত্তর করে চলেছে দুবাই পুলিশ।

সর্বপ্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংবাদ এলেও ময়নাতদন্তে হোটেলের বাথটাবে ডুবে আকস্মিক মৃত্যুর তথ্য উঠে আসে। অন‍্যদিকে ফরেন্সিক রিপোর্টে রক্তে পাওয়া গিয়েছে অ‍্যালকোহলের উপস্থিতি, শ্রীদেবীর মাথায় পাওয়া গিয়েছে গভীর ক্ষত। সব মিলিয়ে রহস্য দানা বেঁধেছে প্রত‍্যেকটা স্তরে। দুবাই পুলিশ তদন্তের ভার লিগ‍্যাল সেলের হাতে তুলে দিয়েছে। যতক্ষণ না তারা NOC( No Objection Certificate) না দেয় শ্রীদেবীর মৃতদেহ দেশে ফেরানো সম্ভব হবেনা। তবে মঙ্গলবার রাতের মধ্যে তা ভারতে নিয়ে আসা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট