রেশন দুর্নীতি, হাতে নাতে ধরলেন খাদ্যমন্ত্রী:


সোমবার,২৬/০২/২০১৮
1009

বাংল এক্সপ্রেস প্রতিনিধি:  রাজ্যে স্বচ্ছ গনতন্ত্র ব্যবস্থা সুনিশ্চিত করতেই একের পর এক কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে চাইছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নিরাপত্তার কথা উঠলে যে বিষয়টি সবার আগে মাথায় আসে তা হল পরিমাণগত ও গুনগত সুখাদ্য, যা সুস্থ স্বাভাবিক জীবনের জন্য অত্যন্ত আবশ্যিক। তাই মুখ্যমন্ত্রীর আদেশ পেয়ে রাজ‍্যের বিভিন্ন রেশন দোকান স্বয়ং পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ‍্যোতিপ্রিয় মল্লিক।
        রবিবার তিনি বারাসাতের দক্ষিণপাড়ার একটি দোকানে দেখেন সেখানে আটা সিল প‍্যাক এর বদলে খোলা অবস্থাতেই বিক্রি করা হচ্ছে সাধারণ মানুষের কাছে। আর তা বিক্রি হচ্ছে নির্ধারিত মূল্যের থেকে অনেক বেশি মূল্যে। সেখান থেকে কিছু পরিমান আটা বাজেয়াপ্ত করেছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর। বারাসাত ছাড়াও তার পাশ্ববর্তী এলাকা, মধ‍্যমগ্ৰামেও রয়েছে এমন অসাধু ব্যবসায়ী দের কারবার, এদের থেকে সাবধান থাকার ও প্রয়োজনে অভিযোগ দায়েরর কড়া বার্তা দিয়েছেন খাদ্যমন্ত্রী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট