ক্রমাগত বেড়ে চলেছে শিশু নিগ্ৰহ, আভিযোগের তালিকা থেকে বাদ যাননি তারকাও:


শনিবার,২৪/০২/২০১৮
518

বাংলা এক্সপ্রেস প্রতিনিধি:  সম্প্রতি শিশু নির্যাতনের বিষয়টির উপর বিশেষ নজরদারি চালাতে কমিশন পকসো সেল খোলা হয়েছে। আর সেই কমিশনের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি উঠে এসেছে  চাঞ্চল্যকর কিছু তথ্য। এরাজ‍্যে গত সাত মাসে প্রায় চারশো টির ও বেশি শিশু যৌন নিগ্ৰহের শিকার হয়েছে। জি.ডি.বিড়লা,এম.পি. বিড়লা ইত‍্যাদি স্কুল সহ উঠে এসেছে কোলকাতার নামীদামী সব স্কুলের নাম। নির্যাতিত শিশু দের অধিকাংশরাই ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। কমিশনের এক কর্মীর কথায়, ” গত সাত মাসে স্কুল ছাত্রী দের উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে ২৫ টির ও বেশি। অধিকাংশ ক্ষেত্রেই বাড়িতেই বাবা বা কোনো আত্মীয় দ্বারা, বেশ কয়েকটি জায়গায় গৃহশিক্ষকের বিরুদ্ধে আনা হয়েছে অভিযোগ। যে সমস্ত জেলা গুলো থেকে বেশি অভিযোগ এসেছে তার মধ্যে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ উল্লেখ্য।
         তবে শুধু মাত্র যে বাড়িতে পরিচিত মানুষ জন বা বাইরের অচেনা মানুষের বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছে তা নয়। ন‍্যাশনাল টেলিভিশনের এক রিয়‍্যালিটি শোয়ের বিচারকের পদে থাকা বি-টাউনের অত্যন্ত পরিচিত একটি নাম পাপন এর বিরুদ্ধে এই শো এর ই এক প্রতিযোগির হয়ে অভিযোগ আনা হয়েছে।শো টি হোলি অনুষ্ঠানের জন্য শ‍্যুট করছিলো এবং শ‍্যুটিং এর ফাঁকেই পাপন তার ফেসবুক পেজে লাইফ থাকেন। সেই ফুটেজেই একজন নাবালিকা প্রতিযোগীকে তার চুম্বনের অস্বস্তিকর কিছু মুহূর্ত ধরা পড়ে। যদিও ওই প্রতিযোগী বা তার অভিভাবক কেউই পাপনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি। উপরন্তু বিষয়টি অত্যন্ত সামান্য বলে জানিয়েছেন। তবু কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে সবার মনের মধ্যেই, এ কোন যুগে বাস করছি আমরা! আমাদের পরবর্তী প্রজন্ম, তারা আদতে কোনো স্থানেই কি সুরক্ষিত!

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট