বাংলা এক্সপ্রেস প্রতিনিধি: দেশের অন্যতম ব্যস্ত শহর কোলকাতা আর এই তিলোত্তমার ব্যস্ততা নজরে আসে অফিস টাইমে। কর্মব্যস্ততার জেরে দিন দিন মানুষের হাতে কমে আসছে সময়। আর যাতায়াতের পথে সময় বাঁচাতেই গড়ে উঠেছে একের পর এক উড়ালপুল। ব্যস্ততম রাস্তার মধ্যে যশোহর রোডের লাগোয়া এয়ারপোর্ট অঞ্চলটি অন্যতম। এই রাস্তায় মানুষ যত বেশি ব্যস্ত থাকে, ততবেশি যেন জ্যামে আটকে পড়ে। সেই যানজট এড়াতেই বিমানবন্দর এক নম্বর থেকে আড়াই নম্বর পর্যন্ত তৈরী হবে উড়ালপুল। উড়ালপুলটি আড়াই নম্বর গেট ও বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ের মাঝে যশোহর রোডের শরৎ কলোনি থেকে তৈরি হবে। প্রধানত দুটি অংশ মিলিত হবে এই উড়ালপুলে। প্রথম অংশটি গিয়ে পড়বে এয়ারপোর্ট ১ নম্বর গেটের ভিআইপি রোডে। অন্য অংশটি নাগের বাজারের দিক যশোহর রোডে গিয়ে পড়বে।
এয়ারপোর্টের ১ নম্বর থেকে আড়াই নম্বর পর্যন্ত তৈরী হবে উড়ালপুল:
শুক্রবার,২৩/০২/২০১৮
1064