‍অ‍্যামাজনেও এখন থেকে পাওয়া যাবে রিলায়েন্স জিও ফোন:


মঙ্গলবার,২০/০২/২০১৮
1357

বাংলা এক্সপ্রেস:  গত বছর ৪ঠা জুলাই জিও নিয়ে এসেছিলো বিনামূল্যে 4G ফোন। এতদিন অবধি তা শুধুমাত্র রিলায়েন্স জিওর অফিশিয়াল ওয়েবসাইটে বুকিং করে পাওয়া করে পাওয়া যাচ্ছিল এই ফোন। এবার অনলাইন শপিং সাইট অ‍্যামাজনেও পাওয়া যাবে। ফোন টিকে পেতে প্রথমে আপনাকে ১৫০০ টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে রাখতে হবে। তারপর নিয়ম মাফিক ৩ বছরের মধ্যে গ্ৰহনযোগ‍্য অবস্থায় ফেরত দিলেই পেয়ে যাবেন সিকিউরিটি ডিপোজিটের টাকা।
       অ‍্যামাজনের পক্ষ থেকে এপ্রসঙ্গে জানানো হয়েছে, জিও ফোন ব‍্যবহারকারীরা ৪৯ টাকায় ২৮ দিনের জন্য বিনামূল্যে ভয়েস কল এবং আনলিমিটেড ডেটা ব‍্যবহার করতে পারবেন।
জিও ফোনের ফিচার্সগুলি হল: 
১) 4G VOLTE
২) 2MP রিয়ার ক‍্যামেরা।
৩) 2.4 ইঞ্চি ডিসপ্লে।
৪) ২২টি ভাষা ইত‍্যাদি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট