রেলে ৯০ হাজার নিয়োগে বাড়লো বয়সসীমা:


মঙ্গলবার,২০/০২/২০১৮
6379

বাংলা এক্সপ্রেস:  রেলে কর্মী নিয়োগের বিঞ্জাপন বেড়ানোর  কিছু দিন পর থেকেই উর্ধ্ব বয়সসীমা বাড়ানোর জন্য লাগাতার দাবি করতে থাকে আবেদনকারীরা। অবশেষে মেনে নেওয়া হল তাদের দাবি। টেকনিক্যাল ও নন- টেকনিক্যাল, জেনারেল, সংরক্ষিত সব শ্রেণীতেই বাড়ানো হল দুবছর করে। রেলমন্ত্রক থেকে প্রকাশিত সাম্প্রতিক বিজ্ঞাপন অনুযায়ী, লোকো-পাইলটে অসংরক্ষিত শ্রেণীর বয়স  হল ২৮ থেকে ৩০, ওবিসিদের ৩১ থেকে ৩৩, এসসি- এসটিদের ক্ষেত্রে তা ৩৩ থেকে বেড়ে হল ৩৫। চতুর্থ শ্রেণীর নিয়োগে অসংরক্ষিতদের বয়স ৩১ থেকে বাড়িয়ে ৩৩, ওবিসিদের ৩৪ থেকে বাড়িয়ে ৩৬ এবং এসসি-এসটিদের ৩৬ থেকে বাড়িয়ে ৩৮ করা হল।

 নিম্নলিখিত ওয়েবসাইট গুলিতে ফর্ম ভরা যাবে: 
http://www.rrbahmedabad.gov.in
http://www.indianrailways.gov.in

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট