বাংলা এক্সপ্রেস: রবিবার দুপুর ১২টা নাগাদ বাগুইআটি থেকে লেকটাউনের দিকে দুর্ঘটনার কবলে পড়লো পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাইলট কার। আহত হলেন চালক সহ চারজন পুলিশকর্মী। গোলঘাটার কাছে একটা যাত্রীবোঝাই অটোকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মন্ত্রীর গাড়ির ঠিক সামনের গাড়িটি। গাড়ি থেকে নেমে উদ্ধার কার্যে হাত লাগান মন্ত্রী নিজেই। আহত সকলকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিন সকালে ই.এম বাইপাসের কাছে ক্যাব চালকের গাফিলতিতে মৃত্যু হয় সায়ন্তন নামের এক মেধাবী ছাত্রের। গুরুতর জখম হয় চালক সহ ক্যাবে থাকা বাকি তিন ছাত্র।
এদিকে, সোমবার ভোর ৪টে নাগাদ ব্যারাকপুর দিকে থেকে আসা একটি মারুতি আল্ট্রো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দশ চাকার একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় চালক ফারহান (২০) ও পাশে থাকা টুম্পা দাস (১৯) কে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
এমতাবস্থায়, বার বার প্রশ্ন উঠছে কী লাভ পথ নিরাপত্তা সপ্তাহ পালন করে, যদি তা মানুষকে নিরাপদ ই না করতে পারে।