১২ হাজার কোটি টাকার জালিয়াতির দায়ভার কার? কেন্দ্র কে প্রশ্ন মমতার:


শনিবার,১৭/০২/২০১৮
511

সুস্মিতা সরকার: 
প্রতিবছর সরকার সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলিকে তাদের লোকসান বাঁচাতে দিয়ে থাকে কিছু পরিমান টাকা। তার মধ্যে সাম্প্রতিক ফি বছরগুলোতে পাঞ্জাব ন‍্যাসনাল ব‍্যাংক পেয়েছিল ১২ হাজার কোটি টাকা। তার প্রায় সবটাই আত্মসাৎ করে দেশ ছেড়েছেন নীরব মোদী। তার নেওয়া টাকার অঙ্ক ১১৪০০কোটি টাকা। গত ১লা জানুয়ারি ভাইকে নিয়ে দেশ ছাড়েন মোদী। তার ঠিক পাঁচ দিন পর অর্থাৎ ৬ই জানুয়ারি দেশ ছাড়েন তার স্ত্রী অ‍্যামি মোদী ও বিজনেস পার্টনার। প্রাথমিক সূত্রে তিনি সুইজারল্যান্ডে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেলেও এখন তিনি নিউ ইয়র্কে আছেন বলে মিডিয়ার সূত্রে খবর।
এবিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রায় ১২ হাজার কোটি টাকার দায়ভার কে নেবেন! এদিন একটি ট‍্যুইটে তিনি লেখেন, “কৃষাণ ক্রেডিট কার্ড থাকা সত্ত্বেও অনেকে ঋন পাচ্ছেননা। কিন্তু কিছু ভিআইপি ব্যাংক গ্ৰাহকরা দেশকে লুট করছেন। স্বনির্ভর গোষ্ঠী গুলিকে ঋন্ থেকে বঞ্চিত করা হচ্ছে। এদিকে ব‍্যক্তি বিশেষে হাজার হাজার টাকা দেওয়া হচ্ছে। কেন এমন ভেদাভেদ। এমন জালিয়াতি কেন? “

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট