সত্যজিৎ মন্ডল:
শুরু হচ্ছে ভাঙড় বইমেলা। ভাঙড় মহাবিদ্যালয়ের মাঠে ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উক্ত বইমেলা। সময় প্রতিদিন দুপুর ২ থেকে রাত্রি ৮ টা পর্যন্ত । ভাঙড় বইমেলার মূল মঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলবে আলোচনাসভা। অংশ নেবেন কবি, সাহিত্যিক ও গবেষকবৃন্দ। বইপ্রেমীদের জন্য এটি সুখবর। বইমেলা সফল করতে বহু প্রকাশক অংশ নিচ্ছে এই ভাঙড় বইমেলাতে। এক অন্য ভাঙড়কে আবিষ্কার করবে বইমেলায় আগত বইপ্রেমীরা। বইমেলার উদ্যোগ নেওয়া কর্তারা আশা রাখছেন, ভাঙড় বইমেলা সবার মনে দাগ কাটবে।
সংবাদের শিরনামে থাকা ব্যতিক্রমী ভাঙড় যে কৃষ্টি-কালচার-সংস্কৃতিতে এগিয়ে, তার প্রমাণ পাওয়া সম্ভব আসন্ন বইমেলা থেকে। তাই সকল বই প্রেমী, শুভ বুদ্ধি মানুষকে ভাঙড় বইমেলাতে উপস্থিত থাকার জন্য আন্তরিক ভাবে অনুরোধ জানাই ‘বাংলা এক্সপ্রেস।