॥ কবির মৃত্যু, কবির জন্ম ॥
বিশ্বাস করো…
আমি চাই নি হতে অন্ধ অন্তরে বাইরে,
চাই নি হতে রাজমাতা, পতিব্রতা গান্ধারী,
কাঠ সাজিয়ে মন জ্বেলে সুখনদী তীরে
চেয়েছিলাম পূর্ণপ্রভা নারী হতে ।
শব্দ দিয়ে গান গাঁথছিলাম পথের ধারে
ক্ষত ঢাকছিলাম তালির ‘জোড়ে’…
চতুর্দশীর চাঁদ বিঁধে ব্যাধ-নিশানে’
ওরা লুঠ করলো আমার কলম,
ধর্ষণ গড়িয়ে পড়লো চেতনার জঙ্ঘায় !
মসী যুদ্ধে রুখে দাঁড়িয়ে
আমি শব হলাম না-ফুরোনো প্রাণে ।
বিশ্বাস করো…
নিয়ম ভাঙার নিয়োজনে
আবার আসবো ফিরে
আমার নিজস্ব বিপথে ।
সন্ত্রাস চিরে লেখনী ফলায়
কবরদেশে কবি জাগে, কবি গান গায় !
…..রক্তকরবী ॥