সুস্মিতা সরকার, বাংলা এক্সপ্রেস: আগামীকাল, শুক্রবার কলকাতা সহ রাজ্যের মোট ৭০টি জায়গায় রেল অবরোধের ডাক দিল ডি.ওয়াই.এফ.আই। সিপিএমের যুব সংগঠনের রাজ্যের সভাপতি সায়নদীপ মিত্র জানান, রেলের শূণ্যপদ নিয়োগ বন্ধ ও ব্যাপক হারে বেসরকারিকরণ রুখতেই এই অবরোধের ডাক দিয়েছেন তারা। রাজ্যে মোট আটটি রেলরুট বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন তাঁরা। তার মধ্যে কলকাতার ঢাকুরিয়া ও বড়বাজারের চক্ররেল স্টেশনে অবরোধ করা হবে বলে জানা গিয়েছে। তবে নির্দিষ্ট কোন সময়ে এই অবরোধ করা হবে তা এখনও জানান নি।
শুক্রবার রাজ্যের আটটি রুটে রেল অবরোধের ডাক ডিওয়াইএফআয়ের :
বৃহস্পতিবার,১৫/০২/২০১৮
881