সুস্মিতা সরকার, বাংলা এক্সপ্রেসঃ সোনারপুর এলাকায় সিনেমার কায়দায় এক ছাত্রীকে অপহরন করলো কিছু যুবক। অভিযোগ আনা হয়েছে তার প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। ছাত্রীটি এই যুবকের সাথে প্রনয় ঘটিত সম্পর্ক থেকে বেড়িয়ে আসতে চেয়েছিল এমনটাই জানিয়েছেন তার বাড়ির লোক। শনিবার রাত সাড়ে ৯ টা নাগাদ আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এই ছাত্রীটি টোটোয় চেপে বাড়ী ফিরছিলেন। সেই সময় একটি বোলেড়ো গাড়ি এসে সামনে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসে তিন যুবক, প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র। ছাত্রীটিকে টেনে হিঁচড়ে গাড়িতে ঢোকানোর চেষ্টা করে। টোটোওয়াল বাঁধা দেওয়ায় চেষ্টা করলে তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হয়। তারপর ছাত্রীটিকে নিয়ে দূরে মিলিয়ে যায় গাড়িটি। সোনারপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে I
আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছাত্রীকে অপহরন প্রাক্তন প্রেমিকের :
রবিবার,১১/০২/২০১৮
850