বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ এক নাবালিকাকে গনধর্ষনের অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে।শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশিপুরের চিনেপুকুরে।পুলিশ জানিয়েছে বছর পনেরোর ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।আপাতত ১ জনকে আঁটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সুত্রের খবর শনিবার রাত ওই নাবালিকা প্রতিবেশি এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল।ফেরার সময় তার পরিচিত একজন তাকে একটি বাগানে ডেকে নিয়ে যায়।অভিযোগ সেখানে তাকে পাঁচ জন মিলে ধর্ষণ করে।এরপর সে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে সমস্ত ঘটনার কথা বাড়িতে খুলে বলে।খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।তারা পুরো বিষয়টি খতিয়ে দেখে।রবিবার সন্ধ্যায় ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে আঁটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।পুলিশ জানিয়েছে ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।এবং সে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের খোঁজ করা হচ্ছে।